10.3 C
New York
Thursday, April 18, 2024
spot_img

নবীনগরে করোনা উপসর্গ নিয়ে প্রেসক্লাব সভাপতির সহধর্মীনির মৃত্যু *** মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে দাফন ***

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি মাহাবুবুল আলম লিটনের স্ত্রী রাশিদা আক্তার (৫১) আজ রবিবার সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। করোনাকালীন উপজেলা লাশ দাফন কমিটির টিম প্রধান মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে মরহুমার গ্রামের বাড়ি উপজেলার রতনপুরে ২য় জানাজা শেষে বাবার কবরের পাশে লাশ দাফন সম্পন্ন হয়েছে।

জানা যায় গত ১৮ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম লিটন। আইশোলেশনে থাকা অবস্থায় স্বামীর সুস্থতায় সার্বক্ষণিক পাশে থেকে সেবা করেছেন স্ত্রী রাশিদা আক্তার। উপজেলা পশ্চিম ইউনিয়নের ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার স্বামীর সেবা করতে গিয়ে কখন যে নিজেই অসুস্থ হয়ে গেছেন তা উনার জানা ছিল না। গত ২৪ জুলাই শুক্রবার মাহবুবুল আলম লিটন এর করোনা পরীক্ষার ২য় রিপোর্টটি নেগেটিভ আসলে পরিবারের মাঝে আনন্দ ফিরে আসলেও শনিবার স্ত্রীর অসুস্থতায় সেই আনন্দ বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক রাশিদা আক্তারকে কুমিল্লা হাসপাতালে রেফার করেন।
পরে করোনা উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে মৃত্যুবরণ করেন। বাদ যোহর নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১ম জানাজা শেষে ২য় জানাজার জন্য নৌ-যোগে মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে রাশিদা আক্তারের মরদেহ বাবার বাড়ি উপজেলার রতনপুরে নিয়ে যাওয়া হয়। ২য় জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হয় রাশিদা আক্তারকে।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগর আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, এরশাদ ট্রাস্টির চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস সহ নবীনগর প্রেসক্লাব ও নবীনগর তিতাস টিভি পরিবার।

১ম জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর শাখার সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, নবীনগর বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি মো. মনির হোসেন, বাঞ্ছারামপুর প্রেসকাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মো. সফর মিয়াসহ সর্বস্তরের জনসাধারণ।

জানাজার প্রাক্কালে স্বামী মাহাবুব আলম লিটনের অশ্রুশিক্ত বক্তব্যে উপস্থিত সকল মুসল্লির মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/MzKjB7nLCcs” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন