সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও চলছে সর্বাত্মক লকডাউন। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে লকডাউনের ১ম দিনে মাঠ পর্যায়ে কাজ করে চলেছে উপজেলা ও থানা প্রশাসন।
সকাল থেকে নবীনগর সদর বাজারের মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। পুলিশের পাশাপাশি বিএনসিসি’র সদস্যরা রয়েছে মাঠে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ও পুলিশ পরিদর্শক নূরে আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতি রবি ও বৃহস্পতিবার স্থানীয় বাজারের দিন হলেও আজ বৃহস্পতিবার লকডাউনের ১ম দিনে সরকারের বিধি-নিষেধ প্রতিপালনে নবীনগর সদর বাজারের ব্যবসায়ীরা তাদের স্ব-স্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। খাবার হোটেলগুলোও মানছেন সরকারের বিধি নিষেধ। নবীনগর থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাস, লঞ্চ, স্পীড বোট, ইঞ্জিন চালিত নৌকা।
জরুরী সেবায় ঔষধের দোকানগুলি খোলা রয়েছে। সাধারণ রোগীদের সেবা দিতে সার্বক্ষণিক খোলা রয়েছে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান।
এদিকে উপজেলা সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসান সর্বাত্মক লকডাউনের ১ম দিনে পৌর সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি মামলায় সাড়ে চার হাজার টাকা আর্থিক জরিমানা করেন।