এক ব্যতিক্রমী কর্মকান্ডের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্লাড ডোনেশন সোয়ার্ম নামের সংগঠনটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার বিকেলে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ছুটে গেছেন উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের দক্ষিণ পাড়ার গিয়াস উদ্দিনের বাড়িতে। দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি অতিমাত্রায় রক্ত শূণ্যতায় ভুগা গিয়াস উদ্দিন কন্যা মালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী তাসলিমার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তাসলিমার চিকিৎসায় সার্বক্ষণিক রক্ত দানের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সদস্যরা।
বিগত ৫ বছর ধরে নবীনগর ব্লাড ডোনেশন সোয়ার্ম সংগঠনটি উপজেলা বিভিন্ন অঞ্চলে রক্তদান কর্মসূচী পালনের সাথে সাথে রক্তের গ্রুপ নির্ণয় করা এমনকি করোনাকালীন সময়ে সাধারন জনগণকে এ বিষয়ে সচেতনতাসহ মাস্কও বিতরণ করেছে। এছাড়াও সামাজিক কর্মকান্ড হিসেবে বৃক্ষ রোপনের মতো কার্যক্রমও পরিচালনা করে আসছে সংগঠনটি।