19.5 C
New York
Saturday, October 5, 2024
spot_img

ত্রিশালে লকডাউন না মানায় ৫ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা ***

ত্রিশাল (ময়মনসিংহ) থেকে মো. এনামুল হক:

করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মাস্ক পরিধান না করায় ০৩ জনকে এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ২ জন ব্যবসায়ীকে মোট ৫ টি মামলায় ৩৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

অপরদিকে সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা প্রদান করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলেও জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন