ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে (০৪/০৪/২১) গত রবিবার “করোনায় ঘরে বসে ছবি আঁকি” শ্লোগানে ক্ষুদে চিত্র শিল্পীদের আঁকা ছবি দিয়ে স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গনে উন্মুক্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এক ঝাঁক ক্ষুদে শিশু চিত্র শিল্পীদের আঁকা ছবিতে ফুটে উঠছে গ্রাম বাংলা, নৌকা-নদী, মানুষ ও তাদের চোখে দেখা শহুরে জীবনের চিত্র।
এ সময় ক্ষুদে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন কবিকন্যা রোজ (৮), কবিকন্যা সিজা (৫), ইমামা ভুঁইয়া ছোঁয়া(৫), তাহা (৭), ন্যান্সি(৮), মাহিনুর ইসলাম সামি(৮), তামিম (১২), রাফি (৪), আয়মান(৪), আনিকা ইসলাম (৫), ওমর বাইজিদ (৮), রাহাত (৭), সাজিম রহমান (৬) ও সৌরভ (১২)।
চিত্র প্রদর্শনীটির উদ্যোগক্তা ও আয়োজক চিত্রশিল্পী ও সাংবাদিক সঞ্জয় শীল বলেন, করোনায় বিপর্যস্ত পৃথিবীতে আমরা শিশুদের মানসিক অবস্থার কথা যেন ভুলে গেছি। যে শিশুরা খোলা আকাশের নিচে খেলাধুলা করতো, স্কুলে অনেকটা সময় কাটাতো তারা কেমন জানি এখন ঝিমিয়ে যাচ্ছে। তারা যেন ঘরে থেকেও তাদের মানসিক অবস্থা ঠিক রাখতে পারে সেজন্য তাদেরকে উৎসাহিত করতে এ চিত্র প্রদর্শনীটির আয়োজন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, নবীনগর মডেল প্রেসকাবের সভাপতি মোঃ আবু কাউছার, সাংবাদিক আরিফুল ইসলাম ভুঁইয়া মিনাজ, মোঃ শরীফ উদ্দিন রনি, ফরহাদুল ইসলাম, মাজেদুল ইসলাম মন্টি, শিক্ষিকা রোজিনা রোজিসহ আরো অনেকে।