ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লকডাউনের দ্বিতীয় দিনে উপজেলা সদর বাজারে করোনারোধে জনসচেতনামূলক পরামর্শসহ মাস্ক বিতরণ করেছে নবীনগর সরকারি কলেজ শাখা বিএনসিসি’র সদস্যরা।
নবীনগর সরকারি কলেজ শাখা বিএনসিসি’র সার্জেন্ট তাহসিন ভ‚ইয়া রুম্মানের নেতৃত্বে সকল সদস্যদের সাথে নিয়ে ওই মাস্ক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে নবীনগর লঞ্চঘাট, ডাকবাংলো প্রাঙ্গণ, থানা চত্বরসহ বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।
উল্লেখ্য গতকাল থেকে শুরু হওয়া সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের শুরু থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর নবীনগর সরকারি কলেজ শাখার সদস্যরা মাঠে নামেন। গতবছরও করোনাকালীন সময়ে তারা প্রতিনিয়ত মাঠে থেকে জনগণকে সচেতনতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলো।