বীরগাঁও থেকে সাহেদ আহমেদ সৌরভ:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামে ফ্রেন্ডলি ক্রিকেট টূর্ণামেন্ট- ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কেদারখোলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জনকল্যাণ মেডিকেল একাদশকে হারিয়ে খান মেডিকেল একাদশ চ্যাম্পিয়ন।
টসে জিতে প্রথমে জনকল্যাণ মেডিকেল একাদশ ৭ উইকেটে নির্ধারিত ১২ ওভারে ১০৭ রান সংগ্রহ করে। জবাবে খান মেডিকেল একাদশ ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ও বীরগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় প্রতিকে মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ার হোসেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সেলিম মেম্বার, মোহাম্মদ নূর হোসেন সরকার, বিল্লাল মিয়া, মোঃ ইকবাল হোসেন, সোহেল রানা, কমল মিয়া, মোঃ জাকির মেম্বার, ডাক্তার ওয়ালি আহমেদ,
পরে সংগঠনের প থেকে প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।