বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিভা অন্বেষণে সুপার ভয়েস প্রতিযোগিতা, আতশবাজির প্রদর্শনী মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের লহরী গ্রামে গতকাল শুক্রবার রাতে লহরী শেখ রাসেল স্মৃতি সংসদ -এর ২০ বছর পূর্তি উপলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সভাপতি সাইদুর রহমান পারভেজের সঞ্চালনায় জমকালো ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর, প্রকৌশলী মুজিবুর রহমান, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক নূর মোহাম্মদ জমদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, সার্বজনীন বহুমুখী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি, স্থানীয় এনজিও হোপ এর নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কল্লোল, নবীনগর মডেল প্রেসকাবের সভাপতি মো. আবু কাউছার, সাংবাদিক আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, সংগঠনের উপদেষ্টা সার্জেন্ট (অব.) নজরুল ইসলাম, আবু জামাল, সংগঠনের প্রতিষ্ঠাতা তৌফিকুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি সুমন আহমেদ, বাংলা টিভি রাশিয়া প্রতিনিধি আবু মুছা, মেহেদি হাসান রুবেল প্রমুখ।
পরে উপজেলার জিনান ব্যান্ড এর শিল্পীদের গানে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠে।