2.2 C
New York
Thursday, December 12, 2024
spot_img

আইজিপি কাপ কাবাডি টূর্ণামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত, নবীনগর পৌরসভা কাবাডি দল চ্যাম্পিয়ন ***

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি টূর্ণামেন্ট-২০২১-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই আর উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ কাবাডি দলকে হারিয়ে নবীনগর পৌরসভা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, নবীনগর মডেল প্রেসকাবের সভাপতি মো. আবু কাউছার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর গনিচান মকসুদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুজ্জামান, পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাভাষ্য বর্ণনায় ছিলেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নূরে আলম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম সাগর এর পরিচালনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই কাবাডি ট‚র্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন, অবঃ প্রাপ্ত সার্জেন্ট জহিরুল ইসলাম, মো. দুলাল মিয়া ও শফিউল আলম মলাই।

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন