মহান স্বাধীনতার আজ ৫০ বছর পূর্তিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার রজত জয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনি ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পশ্চিম কোণায় শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতি অর্নিবাণ -এ পুস্পস্তবক অর্পণ করা হয়।
শুরুতে স্থানীয় সাংসদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও উপজেলা প্রশাসন, নবীনগর পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনগর সরকারি কলেজ, নবীনগর মহিলা কলেজ, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, নবীনগর মডেল প্রেসকাব, মাদকমুক্ত নবীনগর চাই, স্থানীয় এনজিও হোপসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিন¤্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া কুচকাওয়াজের প্যারেড কমান্ডের দায়িত্ব পালন করেন নবীনগর থানার এস.আই ময়নাল হোসেন।
স্বাস্থ্যবিধি মেনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ।
কুচকাওয়াজ শেষে ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা প্রদর্শণী ও পুরস্কার বিতরণ করা হয়। একটি দেশাত্মবোধক গানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশ করে করে প্রথম স্থান অর্জন করে উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ।
পরে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণীতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ইকবাল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক মো. সফর মিয়াসহ আরো অনেকে।