নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুইগ্রুপে সংঘর্ষ চলাকালে সম্প্রতি গুলীতে নিহত স্থানীয় তরুন সাংবাদিক বার্তা বাজার অনলাইন পত্রিকার নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়ে আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করেন। নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সহ- সভাপতি মো. ইব্রাহীম খলিল, সহ- সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।