‘মানবতার কল্যাণে প্রবাসী’ এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের পাক হাজীপুর গ্রামের উত্তর পাড়ার প্রবাসীদের সমন্বয়ে গঠিত পাক হাজীপুর উত্তর পাড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হক।
মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আমজাদ হোসেন মিশু, মোহাম্মদ হবি মিয়া, মোঃ রওশন মিয়া, আনিসুর রহমান, হারাধন মেম্বার, সাদেক মিয়া, ধন মিয়া, মো. ইয়াসিন, মো. রাসেল, মো. সেলিমসহ আরো অনেকে।
পরে হাজিপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান এর পরিচালনায় সংগঠনের উপদেষ্টাসহ সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
পাক হাজীপুর উত্তর পাড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংগঠনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী দিনে এলাকার এক অসহায় পরিবারের মেয়ে বিয়ের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়।