26.3 C
New York
Friday, September 13, 2024
spot_img

নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন ***

সম্প্রতি নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বার্তা বাজার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ শুক্রবার(২৬/২) সকালে কাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মো: খাইরুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়্যিদ আহমদ রাফি, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রেজাউল করিম বাবুল, শাহেদ আহম্মেদ সৌরভ, টিটন দাস, খান জাহান আলী চৌধুরী, হেবজুল বাহার, কাওছার আলম ভূঁইয়া অপু, আনোয়ার হোসেন, শুভ চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকগণ সংবাদ পরিবেশন করবে, এটাই স্বাভাবিক। একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। কিছু স্বার্থান্বেষি ব্যক্তির কারণে আজ সারাদেশের সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। জাতির বিবেক সাংবাদিকদের কোনভাবেই শেষ করা যাবে না।

এসময় সংবাদকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত নোয়াখালীতে গুলিতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন