ডেস্ক রিপোর্ট:
সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষে বার্তা বাজার পত্রিকার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নবীনগর থানা প্রেসক্লাব।
শুক্রবার (২৬-০২-২০২১) সকালে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোর সামনে নবীনগর থানা প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার প্রতিনিধি আবুল হাসান জাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নুর মোহাম্মদ জয়, ক্লাবের সহ সভাপতি দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ হেদায়েত উল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক বার্তা বাজার প্রতিনিধি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি কাউছার আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত দেশ প্রতিনিধি মমিনুল হক রুবেল, কার্যকরী সদস্য দৈনিক ভোরের সময় প্রতিনিধি মোঃ বাবুল। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সলিমগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুছ, তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, ইসলামী ঐক্যজোট এর কেন্দ্রীয় নেতা মাওলানা মেহিদী হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক আলামিনুল হক, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস নবীনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ কে আমির হোসেন, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, নাট্য অভিনেতা আমির হোসেন, যুবদল নেতা শুক্কুর খান, ছাত্রলীগ নেতা মো. খলিল, বিশিষ্ট ব্যবসায়ী ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের নেতা হাসান উদ্দিন, আইনুল চৌধুরী, ছাত্রলীগ নেতা আব্দুল আওয়ালসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
বক্তারা অতিদ্রুত মুজাক্কির হত্যায় জড়িত সকলকে গ্রেফতার করে দেশে এই পর্যন্ত যেসকল সাংবাদিক খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন সবগুলো বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করারও আহবান জানান।