সারা দেশে টানা কয়েক দিনের ভারী বর্ষণে জনজীবন যেন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাও তার ব্যতিক্রম না। বর্ষার এই মৌসুমে এমন ভারী বর্ষণ যেন মরার উপর খরার ঘাঁ এর মতো। ভারী বর্ষণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বন্যাও দেখা দিয়েছে। এর ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের রুটি রুজির পথও যেন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
আজ উপজেলা শিবপুর ইউনিয়নের নূরনগর এলাকায় দেখা যায়, ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক, রিক্সা ও অটোচালকসহ সাধারণ খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে এমন ভারী বর্ষণেও ঘর থেকে বের হয়েছেন। কিন্তু বাজারে আগের মতো যাত্রী সাধারণ না থাকায় তারা পড়েছেন বিপাকে।
সামনে রয়েছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। করোনাকালীন সময়েও এই ঈদুল আযহাকে পালন করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছেন কেউ কেউ। কিন্তু এই ভারী বর্ষণ যেন এখানেও বাঁধ সেজেছে।
সময়োপযোগী রিপোর্ট।