ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আব্দুল কুদ্দুছ সরকার(৭২) শুক্রবার রাত ১ টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছু দিন যাবত শ্বাস কষ্টজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ আছর নামাজে জানাযা শেষে আহাম্মদপুর কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়েছে। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফার ছোট চাচা। বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ সরকার এর মৃত্যুতে স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর প্রেসকাব সভাপতি মাহবুব আলম লিটনসহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা গভীর সমবেদনা জানিয়েছেন।