26.3 C
New York
Friday, September 13, 2024
spot_img

গুঞ্জনের নিয়মিত পাঠচক্রে এবার যোগ দিলেন কবি কামরুল হুদা পথিক, ক্ষুদে শিক্ষার্থীদের কবিতা পাঠে মুগ্ধ সুধীজন ***

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সুহাতা গ্রামে অবস্থিত গুঞ্জন পাঠাগারের নিয়মিত আয়োজন পাঠচক্রে এবার যোগ দিলেন কবি কামরুল হুদা পথিক। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন এড. এ.এন.এম একরামুল হক, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, সংস্কৃতিজন মো. আব্বাস উদ্দিন হেলাল, নবীনগরের সূর্য সন্তান বইয়ের লেখক জুবায়েদ আহাম্মদ মোমেন, মাই টিভি’র নবীনগর উপজেলা প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, নবীনগর তিতাস টিভি’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা, ছন্দের যাদুকর খ্যাত এইচ আর স্বপন, গুঞ্জন পাঠাগারের পরিচালক রমজান খান ও কবিতা আবৃত্তি বিভাগের পরিচালক তৌহিদা আক্তার এই তিনজনের ত্রিমুখী সঞ্চালনায় গত শুক্রবারের পাঠচক্রে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কবিতা পাঠ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পরে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে ক্ষুদে শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে কবিতা আবৃত্তি করে। মনোমুগ্ধকর ওই আবৃত্তিতে তখন গুঞ্জণ পাঠাগারটি যেন মৌমাছি’র গুঞ্জণের মতো রসক ছড়াতে থাকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন