“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” এই শ্লোগানে রতনপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ ও রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মো. সমীর আহমেদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ভিটিবিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিটিবিশাড়া, দামলা, গুলপুকুরিয়া গ্রামের পাঁচ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো.তরিকুল ইসলাম তারু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডাক্তার শরীফ হাসান, ভিটি বিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তারেক হাসান, ভিটি বিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আবু হানিফ, ব্যবসায়ী ইকবাল হোসেন সোহেল, সমাজসেবক জামাল উদ্দিন আপেল, রতনপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী শিরীন ইসলাম, রতনপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সমীর আহমেদ, আওয়ামীলীগ নেতা ভজন কর, হারেছ মিয়া, ফটো মিয়া, দিদার মিয়া, খসরু মিয়া, যুবনেতা মো. জাবেদ সোহানসহ আরো অনেকে।
রতনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হোসেন ও গ্রামবাসীর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভা শেষে এলাকার দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।