ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ নতুন করে ১২জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১৩ জন, সুস্থ হয়েছেন ১৩৭ জন আর মৃত্যুবরণ করেছেন ৭ জন। তবে আক্রান্তের দিক দিয়ে নবীনগর পৌরসভার জনগণই বেশি এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, আজ সোমবার আইইডিসিআর হতে নতুন করে ১২ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আজ প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, রুমা (১৪), জাকেরা বেগম (৩৩), লিজা (২০), কামাল হোসেন (৫৫), সুকুমার (৩০), নাজমা আক্তার (৪৭), জান্নাতুল (২০), জুবায়ের (১৭), মো. জহর আলী (৩৭), ওহিদুল্লাহ (৫০), মালেক মিয়া (৪০) ও মাজেদুল ইসলাম (৩৫)।