ময়নাল হক ভূঁইয়া (মইনুল), আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ;
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৯ ডিসেম্বর) এ বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরশহরের সড়ক বাজারসহ রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে।
পরে মিছিলকারীরা মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভ’ঁইয়া, পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভূঁইয়াসহ আরো অনেকে।
এসময় বক্তরা ভাস্কর্য ভাঙ্গায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।