ময়নাল হক ভূইয়া (মইনুল), আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে;
‘মানুষ মানুষের জন্য আর্তমানবতা-ই আমাদের মূল লক্ষ্য’ -এ শ্লোগানকে সামনে রেখে বিজয়ের মাস উপলে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে ঘোলখার কাবের উদ্যোগে বিনামূল্যে ৫ শতাধিক গরীব অসহায় লোকদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার সকালে আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম ভূঁইয়ার বাড়ি প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
তন্তর বিজনা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাণীখার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বের হোসেন ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াকিল হোসেন স্বপন। ওয়ার্ড মেম্বার লাবলু ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বকুল মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ দুলাল ভূঁইয়া, সিলেট সদরের উপসহকারি কৃষি অফিসার ফজলে মঞ্জ ভূঁইয়াসহ আরো অনেকে।
ঘোলখার গ্রামের প্রবাসী মোহাম্মদ শেখ রাজিন, মোঃ স্বাধীর মিয়া, মোঃ আলাউদ্দিন বেপারী, কাজি তানভির, বাপ্পি ভূঁইয়া এবং কাজি সোহেলের আর্থিক সহযোগিতায় রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
ভবিষ্যতেও তারা সমাজের সেবামূলক ও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখবে বলে জানান।