ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারের নিউওয়ে ওয়ালী আহাম্মেদ চেয়ারম্যান প্লাজার সকল ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষে রবিবার বিকেলে প্লাজার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মনির হোসেন এর পরিচালনায় মিলাদ ও দোয়া শেষে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্লাজা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন।
সহ-সভাপতি বাছির সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি ডাঃ মোঃ ইউনুছ মিয়া, সাধারন সম্পাদক মোঃ ইসলাম মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক জুলহাস মিয়া, অর্থ সম্পাদক আলী আহাম্মদ, দপ্তর সম্পাদক কাজী হেলাল উদ্দিন, ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাসুদ মিয়া, মুছা আহম্মেদ, বাদল পাল, ব্যবসায়ী আব্দুল হালিম, সাইফুদ্দিন সরকার প্রিন্স, মোঃ হাসান সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
পরে সকল ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ঈদে লটারীর ব্যবস্থা, বিদ্যুৎ সমস্যার সমাধান, নামাজের নির্ধারিত স্থান, দোকান খোলার নির্ধারিত সময়সূচী নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন প্লাজা কমিটির নেতারা।