“খেলাকে হ্যাঁ বলি, মাদক কে না বলি” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা দণি পশ্চিম পাড়া মাদকবিরোধী ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা বাঙ্গরার বাজারের পশ্চিম পাশের অস্থায়ী একটি মাঠে নবীনগরের হাজিপুর একাদশ ও মুরাদনগরের গাজীপুর একাদশ মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
হাজারো দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ হোসেন। খেলায় আম্পয়ারের দায়িত্ব পালন করেন মোঃ শামীম ও মো. সুমন।
বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আওয়াল রবি’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রিয়া সম্পাদক মো. নাছির উদ্দিন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউসার, সহ সভাপতি ইমতিয়াজ বেগ ইমন, সাধারন সম্পাদক ওমর ফারুক, পৌর কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, আওয়ামিলীগ নেতা হারুনূর রশিদ, আবুল হোসেন তনুসহ আরো অনেকে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।