ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর তোতা মিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে মনিপুর বালু মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান শাইখুল হাদিস এর সভাপতিত্বে ও বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল….
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, মাওলানা মেহেদী হাসান, মুফতি বেলায়েত উল্লাহ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ইসলামী শিা ছাড়া কল্যানময় রাস্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া মোতাজাত করা হয়।