মাদক মুক্ত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর মাদক নির্মূল অভিযান অব্যাহত রেখেছেন। আজ সোমবার পৌর এলাকার মধ্যপাড়া হতে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে নবীনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, পৌর এলাকার নারায়নপুর গ্রামের মো. সোহেল মিয়া (২৮), মো. ওবায়দুল (৩৯) ও কুমিল্লা জেলার তিতাস উপজেলার সোনাকান্দা গ্রামের মো. ইসমাইল (২৬)।
থানা সূত্রে জানা যায়, নবীনগর থানার এস.আই আনিসুজ্জামান, মনিরুল ইসলাম, রুবেল ফরাজী ও এএসআই জুলহাস উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ সোমবার গভীর রাতে পৌর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। সে সময় পৌর এলাকার মধ্যপাড়া গোলাপ চেয়ারম্যান মার্কেট এর এ্যারাবিয়ান টেইলার্স এর সামনে থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওই তিনজনকে আটক করা হয়।
পরে আটককৃত তিনজনের বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, নবীনগর উপজেলাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।