‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ -এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উদযাপন করা হলো বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।
যুব উন্নয়ন অধিদপ্তর নবীনগর উপজেলা শাখার সহকারী কর্মকর্তা শংকর কর্মকারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নবীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সহকারী কর্মকর্তা শাখাওয়াত হোসেন, নবীনগর ইয়াং এক্স ক্যাডেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপুসহ আরো অনেকে।
পরে যুব উন্নয়ন অধিদপ্তর নবীনগর উপজেলা শাখা কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীও অন্যান্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।