6 C
New York
Sunday, April 21, 2024
spot_img

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নবীনগরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার আয়োজনে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাজের্ন্ট মুজিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি অধ্য মুফতি মোঃ এনামুল হক কুতুবী।

উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলনা আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাষ্ট’র চেয়ারম্যান আলহাজ¦ কাজী মামুনুর রশিদ। পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ¦ বোরহান উদ্দীন আহাম্মেদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহান, উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষক তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম সরকার, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য মোঃ সফিকুল ইসলাম, হাজিপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোবারক হোসেন, দৌলতপুর কাসেমুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূরুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- ছাত্র, ওলামায়ে কেরাম, ইসলামী ছাত্র সেনা সদস্যসহ নবী প্রেমিক বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবী করীম (সা.) এর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন।

মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় মিলাদ শেষে দোয়া করেন সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবী।

পরে ফ্রান্সের ইসলামী বিদ্বেশী আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে মানববন্ধন করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীসহ উপস্থিত সকলে। মানবন্ধনে ফ্রান্সের জাতীয় পতাকায় অগ্নিসংযোগসহ ওই দেশের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন