আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ময়নাল হক ভুইয়া(মইনুল);
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)।
আজ বৃহস্পতিবার আখাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খড়মপুর শাহপীর কল্লাহ শহীদ (র) মাজার শরীফ, তারাগন শের আলী শাহ ও নারায়নপুর আজম শাহ ও আজগর আলী শাহসহ বিভিন্ন অলির দরবার থেকে বিভিন্ন রকম ব্যানার, সবুজ নিশান ফেস্টুন নিয়ে নবীপ্রেমী হাজারো মানুষ আনন্দ মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি আখাউড়া তারাগন দরবার শরীফ থেকে শুরু হয়ে আখাউড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদণি করে।
পরে নারায়ন পুর আজমশাহর মাজার চত্বরে আখাউড়া ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির নেতাদের উপস্থিতিতে মিলাদ শরীফ ও বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা ও মহামারি করোনাভাইরাস মুক্তির লক্ষে মোনাজাতের মাধ্যমে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)’র আনন্দ মিছিল সমাপ্ত হয়।