ভৈরব (কিশোরগঞ্জ)থেকে, জামাল আহমেদ;
ভৈরবে ২শ ৫০ বোতল ফেনসিডিল সহ মওদুদ আহমেদ (৩২) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে । আটককৃত মওদুদ নরসিংদীর মাধবদী কান্দা পাড়া এলাকার ইলিয়াসের পুত্র বলে জানা গেছে । গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্রেফতারকৃত যুবক শহরের দূর্জয় মোড় থেকে একটি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় ভৈরব থানা পুলিশ মাদক ব্যবসায়ী মওদুদকে আটক করে দেহ তল্লাশি করলে তার ট্রাভেল বেগ থেকে ফিটিং অবস্থায় ২শ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় । পরে তার মোটর সাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ শাহিন জানান, গোপন সংবাদ ছিল যে মাদক ব্যবসায়ী মোটর সাইকেল যোগে ব্রাণবাড়িয়া থেকে ফেনসিডিল বহন করে নরসিংদী যাচ্ছে..