আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে, ময়নাল হক ভূইয়া (মইনুল);
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আইনমন্ত্রী এড. আনিসুল হকের পিতা এ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ্যাডভোকেট সিরাজুল হক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতা হত্যা মামলার প্রধান কৌশলী ছিলেন, তিনি কসবা আখাউড়া সংসদীয় আসনের ২ বারের সংসদ সদস্য ও বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশিষ্ট আইনজীবী ছিলেন। তার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলে আজ বুধবার আখাউড়া পৌরসভা মিলনায়তনে, কুরানখানি, দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় সহশ্রাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজীম, যুগ্ন আহব্বায়ক আবদুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সিনিয়র সহ সভাপতি শেখ আশিকুর রহমান নাইম, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউছার ভুইয়া, পৌর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছার ভুইয়া, কসবা- আখাউড়া টেলিভিশন সাংবাদিক কাবের সাধারন সম্পাদক বাদল আহাম্মদ খান, সিনিয়র সহ সভাপতি জালাল হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক ময়নাল হক ভুইয়াসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।