মো. ইকরাম হোসেন;
মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ- ২০২০ উপলক্ষে এই সচেতনতা সভার আয়োজন করে সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়। আজ বুধবার সলিমগঞ্জ এলাকায় এই সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম।
আগামী ২২ দিন অর্থাৎ ৪ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে নবীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা কর্যালয়ের পক্ষ থেকেও প্রচার মাইক বের করা হয়েছে।
সচেতনতা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ইকবাল হাসান।
উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সজীব কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, কিশোরগঞ্জ অঞ্চলের সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিদ্দিকসহ আরো অনেকে।
পরে সরকারের বেঁধে দেয়া সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…