দেশব্যাপী যখন ধর্ষণের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুর ও তার এক সহযোগী মিলে আপন পুত্রবধুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্বশুরসহ দুইজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাড়াইল গ্রাম ও থোল্লাকান্দি গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে বাড়াইল গ্রামের শ্বশুর কালা মিয়া, এবং পার্শ্ববর্তী থোল্লাকান্দি গ্রামের আবু সাইদ। আজ মঙ্গলবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জানাযায়, নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের তুরাগের পাড় এলাকায় রবিবার রাতে নিজ পুত্রবধূকে ঘরে একা পেয়ে প্রথমে শ্বশুর ধর্ষণ করে, পরে তার সহযোগি গরু ব্যবসায়ী সাইদকে দিয়েও ধর্ষণ করিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনের নেতৃত্বে নবীনগর থানার ইন্সপেক্টর তদন্তরুহুল আমিন ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে শ্বশুর মো. কালা মিয়া ও তার সহযোগী থোল্লাকান্দি গ্রামের গরু ব্যবসায়ী সাঈদ মিয়াকে আটক করে।
এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর ও তার সহযোগীর ফাঁসির দাবি জানিয়ে ধর্ষিতার মা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান….
এ ব্যাপারে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান…
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…