ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একাধিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ড্রীম
অব নবীনগর ও নবীনগর ইয়ূথ এসোসিয়েশন এর আয়োজনে নবীনগর প্রেসকাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস করতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তরা বলেন…..
এর আগে স্কুল-কলেজের শিার্থীরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে বিােভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে প্রেসকাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে এসময় ইয়াসিন আরাফাত পিয়াস এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, সোহান, এহসান, আলিফ, মীরা, অজন্তা, নাজহা, ওমর, তাহের, মেহেদী, তানভীর, শাহীনসহ আরো অনেকে।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…