মো. ইকরাম হোসেন, নবীনগর;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমকে বিদায় সংবর্ধনা দিলেন নবীনগর উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান ঐক্য ফোরামের আহবায়ক নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়ার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের এক ফাঁকে স্থানীয় সংসদ মোহাম্মদ এবাদুল বুলবুল ঢাকা থেকে মোবাইল ফোনে বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুমকে বিদায়ী শুভেচ্ছা জানান….
দীর্ঘ ২ বছর ৮ মাস নিজের মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করে সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করে নিয়েছেন ইউএনও মোহাম্মদ মাসুম। পেয়েছেন মানবতার ফেরিওয়ালা খেতাব, ইতিমধ্যে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুইবার শ্রেষ্ট ইউএনও নির্বাচিত হয়ে নবীনগরের মুখ উজ্জল করেছেন।
এসময় বিদায়ী অতিথি মোহাম্মদ মাসুম বলেন …….
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির…..
চেয়ারম্যান ঐক্য ফোরামের সদস্য সচিব, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রুহুল আমিন, প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা প্রেসকাব সভাপতি সঞ্জয় সাহা, ব্রাহ্মণবাড়িয়ার পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনালের ডি.জি.এম নীল মাধব বণিক, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম জনিসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
পরে বিদায় ইএনও মোহাম্মদ মাসুমের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…