ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইতালী প্রবাসীদের সমন্বয়ে গঠিত ইতালী রোম নবীনগর উপজেলা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে কোভিড-১৯ মহামারীতে উপজেলার ২৬টি এতিমখানা ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়ছে।
আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংগঠনটির সভাপতি মো. মাহিনুর হাসান মামুন এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর প্রেসকাব সভাপতি মাহবুব আলম লিটন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী হাসান, হেফাজত ইসলাম নবীনগর শাখার আমির মাওলানা আমিরুল ইসলাম, নবীনগর এস.আর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েত উল্লাহ সহ আরো অনেকে।
এ সময় আর্থিক অনুদান পাওয়া উপজেলার ২৬টি এতিমখানার প্রধানগণসহ বিশিষ্ট উলামায়ে কেরামগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মুফতি বেলায়েত উল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া করা হয়।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…