ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির মিথ্যে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করতে গিয়ে দু’পক্ষের ২ জন আটক হয়েছেন। রবিবার সকালে তাদেরকে আটক করা হয়। ওই দিন দুপুরে পুলিশ বাদী হয়ে আটককৃত রফিকুল ইসলাম (৫৫), ও আল-আমিন মিয়া (৪৫) কে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর উত্তর পূর্বপাড়া ৪নং ওয়ার্ড মহেশরোড সংলগ্ন পশ্চিম পার্শ্বে মৃত নুরুল হক ভূইঞার বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতের একটি সংঘবদ্ধ দল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বৃদ্ধ মাসহ সকল পুত্রবধুদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনাটি ছিল নিছকই মিথ্যে ও সাঁজানো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে ডাকাতির ঘটনার কোন সত্যতা পায়নি।
এদিকে বাড়ির মালিক মৃত নুরুল হক ভ‚ইয়ার স্ত্রী হোসনে আরা বেগম ডাকাতির ঘটনাটি মিথ্যে স্বীকার করে জানান…
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান…