ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী গ্রামে একটি অসহায় হিন্দু পরিবারের সম্পত্তি একই গ্রামের মৃত রাজেন্দ্র চন্দ্র ঘোষের দৌহিত্র প্রভাবশালী সুভাষ ঘোষ জাল দলিল বানিয়ে দখলের চেষ্টার অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার জল্লী গ্রামের অসহায় পরিবার মৃত হরিদাস সাহার ছেলে সুজিত সাহা সংবাদ সম্মেলনে এ অভিযোগগুলো করেন।
সুত্র জানায়, হরিদাস সাহা পৈত্রিকসুত্রে প্রাপ্ত সিএস, আর এস খতিয়ান মূলে জল্লী মৌজার সেঃ মেঃ ২৮৪ ও হালদাগ ৮১৭ দাগে ২৫শতাংশ ভূমির মালিক। ১৯৭১ সালে রাজেন্দ্র ঘোষের কাছে ১২ শতাংশ জায়গা মৌখিক বিক্রী করেন। কিন্তু রাজেন্দ্র ঘোষ প্রভাবখাটিয়ে গোপনে বিএসএ ২২ শতাংশ ভূমি রেকর্ড করিয়ে নেন এবং ওই দাগের পুরো সম্পত্তি দখলের চেষ্টায় ১৯৭৭ সালে একটি জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিলে ২৭ শতাংশ ভূমি উল্লেখ করা হয়। দলিলের স্বাক্ষী জল্লী গ্রামের আবুল হাসেম মাষ্টার জানেন না তিনি এ দলিলের স্বাক্ষী।
সম্প্রতি প্রভাবখাটিয়ে সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ নিয়ে বেশ কয়েকবার জবর দখলের চেষ্ঠা চালায় প্রভাবশালী সুভাষ ঘোষ।
সংবাদ সম্মেলনে আ’লীগ নেতা মোসলেম উদ্দিন, মো. শহিদুল ইসলাম সাঈদ, গোলাম রব্বানী নয়নসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বলেন….
ওই ভুয়া দলিলের স্বাক্ষী হাসেম মাষ্টার জানান, আমি ওই দলিল সম্পর্কে কিছুই জানিনা।
এ ব্যাপারে সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই মামুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…