ভৈরব (কিশোরগঞ্জ) থেকে জামাল আহমেদ;
কিশোরগঞ্জের ভৈরবে সোহরাব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। স্থানীয় এলাকাবাসির আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসিরা জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার শহরের কালিপুর গ্রামের মাদক ব্যবসায়ী হান্নান মিয়া নিহত সোহরাবকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী রামশংকুরপুরে নিয়ে যায়। ওখানে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । পরে স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…