ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কলেজ ছাত্র সংসদ -এর প্রথম ভিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, নবীনগর থানা ছাত্রলীগের প্রথম নির্বাচিত সভাপতি, নবীনগর থানা মুজিব বাহিনীর অধিনায়ক, ডাকসাইটে ছাত্রনেতা, স্বাধীনতা আন্দোলনের অতন্ত্র প্রহরী, বীরমুক্তিযোদ্ধা মরহুম শাহাজুল আলম -এর আজ ৪৫তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে নবীনগর আদালত পাড়াস্থ বাসভবনে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৫ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে ব্রেণষ্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই ছাত্রনেতা। তিনি দৈনিক সমকাল নবীনগর প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন এর বড় ভাই।
পরিবারের পক্ষ থেকে বলা হয় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুর হত্যার পর তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। দেশের ভবিষৎ কি হবে? শুধু এই ভাবনায় তাকে তাড়া করেছে। দেশের পরিস্থিতি নিয়ে অধিক চিন্তার ফলে ব্রেণষ্টোক করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, ছাত্রনেতা শাহাজুল আলমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়াও চাওয়া হয় পরিবারের পক্ষ থেকে।