20.1 C
New York
Thursday, April 24, 2025
spot_img

সরকারের সমস্যা হলে খালের মাটি সরিয়ে দিব, বললেন সাবেক মেম্বার ***

নাটঘর (নবীনগর) থেকে; মোহাম্মদ খাইরুল এনাম;

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম ও শিবপুর ইউনিয়নের কাজলিয়া এলাকার সীমান্তবর্তী দুটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি এখন প্রভাবশালীদের দখলে।

সরেজমিনে গিয়ে দেখা যায় নিজেদের মতার অপব্যাবহার করে এলাকার সাবেক মেম্বারসহ একাধিক ব্যাক্তি সরকারী ওই খালটি ভরাট করে অবৈধভাবে দখলে নিয়ে নিয়েছেন পাশাপাশি কৃষি জমি ভরাট করার নাম করে সরকারি খাল দখল করছে বলেও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকাবাসী জানান, “এই খাল ভরাট করার কারণে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে …

এ বিষয়ে এ মাসের ৭ তারিখে ওই এলাকার তিনটি গ্রামের জনসাধারণ সম্মিলিতভাবে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ পত্রে উপজেলার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির ও সংশ্লিষ্ট কর্তৃপকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে খাল ভরাটকারী সাবেক মেম্বার ইয়াকুব আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি একা খাল ভরাট করিনি পূর্বদিক দিয়ে সবাই ভরাট করেছে তাই আমি ভরাট করেছি। সরকার যদি চায় তাহলে আমি আমার মাটি সরিয়ে নিব। ”
খাল ভরাটকারী হোসেন মিয়া ও ইরা চান মিয়া বলেন, “আমরা খাল দখল করতে যায়নি আমরা শুধু বাড়ীতে আসা যাওয়ার জন্য রাস্তা করেছি।”

এ ব্যাপারে নাটঘর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সালেক আহমেদ উদ্দীনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা নিয়ে উপর মহল থেকে আমাকে অবগত করলে আমি তাৎনিকভাবে সেখানে পরিদর্শন করতে যাই এবং খাল ভরাটকারীদেরকে খালের মাটি সরিয়ে খালটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।”

বিস্তারিত দেখুন নিচের ভিডিওত…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন