2.2 C
New York
Thursday, December 12, 2024
spot_img

সরকার রেলওয়ের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন বললেন.. রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ***

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে, ময়নাল হক ভূইয়া মইনুল;

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের কাজ ইতিমধ্যে ৫০ভাগ সমাপ্ত হয়েছে। আগামী মার্চের মধ্যে এ কাজ শেষ হবে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের পাশাপাশি সারাদেশের মানুষ উপকৃত হবে। এর ফলে ভারতের মূল ভূখন্ডে যাওয়া আসা অনেক সহজ হবে। ব্যবসা বাণিজ্যের সুবিধা আরো বেড়ে যাবে।
তৎকালীন পূর্ব পাকিস্থান, ভারত ও বাংলাদেশে একই রকম রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে রেল যোগাযোগ উন্নয়নে কোন পদক্ষেপ নেয়া হয়নি।
তিনি আরো বলেন, ১৯৭৩-৭৪ সালে ৬৮ হাজার লোকবল থাকলেও বর্তমানে তা কমে ২৫ হাজারে নেমে এসেছে। লোকবল সংকটে বর্তমানে দেশের ১০৪ টি রেলস্টেশন বন্ধ আছে। বর্তমান সরকার রেল যোগাযোগ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে।

এ সময় মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো: রইস উদ্দিন, আখাউড়া চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা নির্বাহী অফিসার নূরে-এ-আলম ছাড়াও ভারত ও বাংলাদেশের রেলওয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন