21.6 C
New York
Saturday, October 5, 2024
spot_img

বানিজ্যিক ভিত্তিতে মাল্টার চাষ, লাভজনক হওয়ায় মাল্টা চাষে আগ্রহ বাড়ছে চাষীদের ***

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে, ময়নাল হক ভূইয়া মইনুল;

মাল্টা, এই ফলটি এখন মানব দেহে ভিটামিন-সি’র ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথমবারের মত বানিজ্যিক ভিত্তিতে মাল্টার চাষ করা হচ্ছে। তবে অন্যান্য ফল ও ফসলের দাম কমে যাওয়ায় এবং খরচ বেড়ে যাওয়ায় এখন অন্যান্য কৃষি ফসলের পাশাপাশি মাল্টা চাষে ঝুঁকেছেন এখানকার চাষিরা।

আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, চানপুর ও মনিয়ন্দ ইউনিয়নের দণি মিনারকোট এবং উত্তর নোয়ামুড়াসহ আরো বেশকয়েকটি বাগানে বানিজ্যিক ভিত্তিতে মাল্টার চাষ করা হয়েছে। মনিয়ন্দ ইউনিয়নের দণি মিনারকোট সাইফুল ইসলাম ছোটন ও উত্তর নোয়ামুড়া এডভোকেট ইউনুস সাহেববের মাল্টা বাগানে গিয়ে দেখা যায় সারি সারি গাছে প্রচুর পরিমান মাল্টা ধরে রয়েছে। তারা বলছেন, স্থানীয় ভাবে উৎপাদন করা যেকোনো ফলের প্রতি ক্রেতাদেরও আগ্রহ থাকে এবং দামও ভালো পাওয়া যায়। এ কারণে কৃষকদের মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে দিন দিন।

মাল্টাচাষি সাইফুল ইসলাম ছোটন বলেন, যুব উন্নয়ন থেকে প্রশিণ নিয়ে ২০১৭ সালে প্রায় এক একর জমিতে কৃষি অফিস থেকে প্রদর্শনী নিয়ে ও নিজে কিছু বারি মাল্টা-১ জাতের চারা দিয়ে মাল্টা চাষ শুরু করেছি। আমার বাগানে এখন প্রায় ২০০টি মাল্টার গাছ আছে। প্রথম দফায় ফলন কম হওয়ায় ২০১৯ সালের অক্টোবরে প্রায় ২০-২৫ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি, এবছর প্রায় লাদিক টাকার মাল্টা বিক্রির আশাকরছি।

মাল্টা চাষে তেমন খরচ বা শ্রম দিতে হয় না, খরচের তুলনায় লাভও হয় বেশি.

স্বাদ ও গুণাগুণের দিক দিয়ে অন্য দেশ থেকে আমদানী করা মাল্টার চেয়ে আমাদের দেশে চাষ হওয়া মাল্টা অনেক ভাল। দামের দিক দিয়েও আমাদের দেশের মাল্টা সহজলভ্য হওয়ায় এর কদরও বেশি এমনটাই জানিয়েছেন ফল ব্যাবসায়ীরা..

গত ৩ বছর ধরে আখাউড়ায় মাল্টা চাষ শুরু হয়েছে, তবে প্রথম বছর ফলন ভাল না হলেও এবছর গাছে প্রচুর ফল ধরেছে। আখাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম বলেন, ‘মাল্টা একটি পুষ্টিকর ফল।এখন মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।আমাদের এলাকার জমি মাল্টা চাষের জন্য উপযোগী এবং আবহাওয়া অনুকূলে রয়েছে। বারি-১ লাভজনক ও সুস্বাদু ফল হওয়ায় চাহিদা বেশি। আমাদের প থেকে মাল্টা চাষিদের সার্বণিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। আগামীতে এর আবাদ আরও বাড়ানো হবে

আখাউড়ার মাটি ফল চাষের জন্য দারুন উপযোগী, শিতি যুবকরা বেকার না থেকে ফল চাষে আগ্রহী হলে দূর হবে বেকারত্ব, লাভবান হবে দেশ। মাল্টাসহ অন্যান্য ফল চাষে আরো বেশী উদ্বুদ্ধ হবে এখানকার মানুষ এমনটায় প্রত্যাশা সকলের।

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন