3.8 C
New York
Thursday, December 12, 2024
spot_img

পঞ্চম শ্রেণীর ছাত্র ইসহাকের খোঁজে সকলের সহযোগিতা চেয়েছে তার পরিবার ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সম্প্রতি একাধিক নিখোঁজের খবরে গোটা উপজেলার অভিভাবকদের মনে উদ্বিগ্ন লক্ষ করা গেছে। সোমবার (০৭-০৯-২০২০) বিকেলে উপজেলার বাঙ্গরা দণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ইসহাকের নিখোঁজের ঘটনায় ছেলেকে না পেয়ে আতংকে রয়েছে, পরিবারে চলছে মাতম। ছেলের খোঁজ পেতে সকলের সহযোগিতা চেয়েছে ইসহাকের বাবা মা।

উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইসহাক। ইসহাকের পিতা ইব্রাহিম মিয়া বাঙ্গরা বাজারের একজন ব্যাবসায়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পর ইসহাক তার নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি, রাত হয়ে গেলেও আশেপাশে অনেক খুজাঁখুজির পর যখন তার সন্ধান মিলেনি, তখন পরিবারের সবার মাঝে সন্দেহ সৃষ্টি হয়। ইতিমধ্যে সকল আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি খোঁজ নিয়েও ইসহাকের হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার রাতে নবীনগর থানায় ইসহাকের পরিবারের প থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ইসহাককে খুজেঁ পেতে পুলিশ ইতিমধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য বিগত ৫ মাস পূর্বে নিখোঁজ হওয়া উপজেলার রতনপুর ইউনিয়নের উর্মি আক্তার সিনথিয়া এখনও উদ্ধার হয়নি তবে এ মাসের প্রথম দিকে নিখোঁজ হওয়া রসুল্লাবাদ ইউনিয়নের আহসান হাবিব মাহি নবীনগর থানা পুলিশের মাধ্যমে ৬ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন