চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, বহুমাত্রিক প্রতিভার অধিকারী, মঞ্চ নাটকের শক্তিশালী অভিনেতা, ভরাটকণ্ঠে পল্লীগানের জন্য নবীনগরের আব্দুল আলীম খ্যাত, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, অগ্নিবীনা শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি, মুক্ত নাট্য সংস্থার সহ-সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. মলাই হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬১ বছর। উনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ষাটর্ধো এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে নবীনগরের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং সর্বস্তরের জনগণ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মলাই হোসেন এর মৃত্যুতে উপজেলা শিল্পকলা একাডেমীসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
জীবনের শেষ প্রান্তে এসে তিনি ধর্মীয় কাজে মনোনিবেশ করেন। আজ বুধবার সকাল ১০টায় নবীনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মলাই হোসেন এর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…