ভৈরব (কিশোরগঞ্জ) থেকে, মো. জামাল আহমেদ;
কিশোরগঞ্জের ভৈরবে কৃষি প্রণোদনা ও ছাগল বিতরণ করা হয়েছে । আজ দুপুরে স্থানীয় উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের পৃথক আয়োজনে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত ১শ প্রান্তিক কৃষকের মাঝে মাসকলাই বীজ, এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ আলম শরীফ খান।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকের কথা চিন্তা করে প্রত্যেক কৃষকের মাঝে উন্নত জাতের ৫ কেজি মাস কলাই বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করছে। এ সময় কৃষকদের উদ্দ্যেশ্যে বলেন, এ বীজ রোপন করে ফসল থেকে আগামীতেও যেন বীজ সংরক্ষণ করে এলাকার অন্যান্য কৃষকদেরকে সহযোগিতা করেন।
পরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৬টি ইউনিয়নের ১৭ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ছাগল বিতরণ করেন অতিথিরা। এ সময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) হিমাদ্রি খিসা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা নারী ভাইস চেয়ার মনোয়ারা বেগম সহ আরো অনেকে।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…