যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের অনেক সময় কিছু কিছু অভ্যাসের পরিবর্তন করতে হয়। তার মধ্যে খাবারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিজের বাসায় রান্না করা খাবার আমরা সকলেই গ্রহণ করে থাকি। তবে এর পাশাপাশি যে কোন দিবস যেমন, বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী ইত্যাদি দিবসগুলোতে আমরা আলাদাভাবে মুখরোচক কিছু অতিরিক্ত খাবারের ব্যবস্থা করে থাকি। সেই সব খাবারের তালিকায় দেশীয় খাবারসহ ফাষ্টফুড খাবারও যোগ হয়। এতে করে খানিকটা হলেও ঝামেলা পোহাতে হয় রন্ধন শিল্পের দায়িত্বে থাকা পরিবারের সদস্যদের।
আর এসকল ঝামেলা থেকে মুক্ত থেকে দেশীয়, চাইনিজ ও ফাষ্টফুড খাবারের স্বাদ দিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর তিতাস বিধৌত বুড়ি নদীর পশ্চিম পাড়ে নবীনগর লঞ্চঘাট সংলগ্ন রশিদ ডিলার মার্কেটের ২য় ও ৩য় তলায় চালু করা হয়েছে ‘ক্যাফে রিভারভিউ’ নামে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক রেষ্টুরেন্ট।
সুদক্ষ বাবুর্চির শৈল্পিক হাতের ছোঁয়ায় তৈরি করা চাইনিজ, ফাষ্টফুড ও দেশী-বিদেশী খাবার, মনোরম পরিবেশ আর আলো আঁধারের নিয়ন আলোয়, স্বাস্থ্য সম্মতভাবে পরিবেশন করা হচ্ছে।
নতুন এই রেষ্টুরেন্টটিতে খাবারের স্বাদ নিতে আসা ভোজন রসিকরা বলছেন, এখানকার খাবারের মান অনেক ভাল আর দামের দিক দিয়েও হাতের নাগালে………
খুব শীঘ্রই ছোট্ট শিশুদের জন্য চালু করা হবে বেবী কিট জোন এমনটাই জানিয়েছে রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ…
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…