কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ার মো. কামাল আহমেদ ও চিত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম এর ১৬ বছরের পুত্র সন্তান মো. মেহেদী হাসান নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার মৃত্যুবরণ করেন। পরে উপজেলা লাশ দাফন কমিটির প্রধান মাওলানা মেহেদী হাসানের নেতৃত্বে কিশোর মো. মেহেদী হাসানের দাফন কার্য সম্পন্ন করা হয়। মাওলানা মেহেদী হাসান জানান, এ পর্যন্ত উপজেলায় তাদের টিম ১৫জন ব্যাক্তির লাশ দাফনের কার্য সম্পন্ন করেছেন।
এদিকে আজ শনিবার আইইডিসিআর হতে নতুন করে ১ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। এ নিয়ে পুরো উপজেলায় মোট ৩৮৭জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৩২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন।
সরকারের নির্দেশনা মতে আমাদের সকলের চলা উচিত বলে মনে করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক…
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…