আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ময়নাল হক ভূইয়া মইনুল;
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেবামূলক কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে শতাধিক অসুস্থ শিশুর চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ পরীক্ষা করলো, ‘চল পাল্টাই’ নামের একটি ফেইসবুক ভিত্তিক সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন।
শুক্রবার স্থানীয় মোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনির হোসেন (মনির)।
সমাজ সেবক মোঃ ওহাব মিয়ার সভাপতিত্বে ও শাফায়েত শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক শাহ জালাল, টান মান্দাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক মোঃ সোলাইমান মিয়া, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোঃ সোয়েব আলী, এম.এম.প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক প্রশান্ত কর্মকার, সমাজ সেবক মোঃ মনির ভূঁইয়া, মোগড়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী শাখাওয়াত হোসেন এবং চলো পাল্টাই সংগঠনের উপস্থিত সদস্যগনসহ আরো অনেকে।
পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রভাষক ডাঃ বিজয় পালের নেতৃত্বে মেডিক্যাল টিম প্রায় শতাধিক অসুস্থ শিশুকে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও মান্নান ও নাহিদের প্যাথলজি টিম বিনামূলে উপস্থিত প্রায় অর্ধশতাধিক ব্যাক্তির রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
‘চল পাল্টাই’ সংগঠনের সদস্যরা জানান, তারা ভবিষ্যতেও এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন প্রকার সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাবেন।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…