ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সদস্য গৌরাঙ্গ দেবনাথ ক্লাবের গঠনতন্ত্র বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থায়ী ভাবে বহিস্কার হয়েছেন। শনিবার সামাজিক দুরত্ব বজায় রেখে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৫-ধারা-১ এর”খ” উপধারা লঙ্গন করার অপরাধে তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের এই সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন জানান, বহিস্কৃত সাংবাদিক, দৈনিক কালের কন্ঠ পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ বিভিন্ন সময়, বিভিন্ন ভাবে ক্লাবকে কটাক্ষ করে ক্লাবের দায়িত্বরত সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ক্লাবের দুই প্রধান ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার হীন প্রচেষ্ঠায় লিপ্ত ছিলেন। যা ক্লাবের ঐতিহ্য ও ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুন্ন এবং স্বার্থবিরোধী কাজ বলে প্রতিয়মান হয়েছে, যা ক্লাবের গঠনতন্ত্রের পরিপন্থী। এই সকল বিষয় আমলে নিয়ে তাকে বিগত ৩ মাস পূর্বে ক্লাবের কার্যকরী সভায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আজ সাধারন সভায় পূর্বের ঘোষিত সাময়িক বরখাস্তটিকে চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। আজ থেকে তিনি আর এই ক্লাবের সাথে কোনভাবে সম্পৃক্ত নন। উল্লেখ্য এই নিয়ে তিনি ৩বার প্রেসক্লাব থেকে বহিস্কার হলেন।