21.6 C
New York
Saturday, October 5, 2024
spot_img

অনুকরণীয় দৃষ্টান্ত– ক্যান্সার আক্রান্ত সাবেক কৃতি ফুটবলারের পাশে নবীনগরের আঞ্চলিক কথা ফেইসবুক গ্রুপ ***

‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না; ও বন্ধু–

বিখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান ‘মানুষ মানুষের জন্যে’ আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। হয়তো এই গানের মর্মকথা হৃদয়ে লালন করেই ক্যান্সার আক্রান্ত সাবেক কৃতি ফুটবলারের পাশে দাঁড়িয়েছে নবীনগরের আঞ্চলিক কথা ফেইসবুক গ্রুপ নামের সংগঠনের সদস্যরা।

দেড় লাখ টাকা কম কিসের আবার ক্যান্সার নামক রোগের কাছে এ যেন কিছুই না। তবুও ক্যান্সার আক্রান্ত গোলাম হোসেন এর চিকিৎসা ব্যয়ে খানিকটা হলেও ভার বহন করবে এই দেড় লাখ টাকা। হ্যাঁ বলছিলাম ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ গোলাম হোসেন এর কথা। যিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশয়ী। টাকার অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারছে না পরিবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যানে গোলাম হোসেন এর বিষয়টি জানতে পারে নবীনগরের আঞ্চলিক কথা মানবতার কল্যানে একটি ফেইসবুক পাবলিক গ্রুপ।

পরে সংগঠনটির সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় ফেইসবুকের কল্যাণে ১ লাখ ৫০ হাজার টাকা কালেকশন করে আজ শুক্রবার বিকেলে গোলাম হোসেন এর বাড়িতে গিয়ে চিকিৎসা’র জন্য এই অর্থ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগরের আঞ্চলিক কথা ফেইসবুক গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, পাবলিক গ্রুপের মোডারেটর নিলুফা ইয়াসমীন, মডারেটর স্বপ্না রহমান, মোডারেটর কবি সাহিত্যিক ও গবেষক মজিবুর রহমান পথিক, আবু জাফর চৌধুরী, মাহাবুব মোর্শেদ, তাসমিন সুলতানা এসা (মডারেটর), জুয়েল জুয়েল, এস এ রুবেল, মোঃ রাসেল, মোঃ নুর বাছির, ইকবাল হোসেন ভূইয়া শান্ত, মাহমুদুল হাসান, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ মাজেদ মোহাম্মদ সাহাবুদ্দীন প্রমুখ।

নবীনগরের আঞ্চলিক কথা ফেইসবুক গ্রুপের এই আর্থিক অনুদান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ গোলাম হোসেনের পরিবারের সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন